রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৩
আহলে বাইতের (আ.) ভালোবাসার নিকটবর্তী হওয়ার পথ

এক রেওয়াতে ইমাম মাহদী (আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) আহলুল বাইত (আলাইহিমুস সালাম)-এর ভালোবাসার নিকটবর্তী হওয়ার মূল মানদণ্ড স্মরণ করিয়ে দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম মাহদী (আলাইহিস সালাম) বলেন,

 لِیَعْمَلْ کُلُّ امْرِئٍ عَلَی ما یُقَرِّبُهُ مِنْ مَحَبَّتِنا

“তোমাদের প্রত্যেকের উচিত এমন কাজ করা, যা তাকে আমাদের ভালোবাসার আরও নিকটবর্তী করে।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৫৩, পৃষ্ঠা ১৭৬]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha